দিনব্যাপী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কিশোরগঞ্জ "খ" সার্কেল এর মাদকবিরোধী অভিযানে ০৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার দুই <<<<<
______________________________
অদ্য ২২/০১/২০২৩ খ্রি. তারিখ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, কিশোরগঞ্জ এর সহকারী পরিচালক জনাব রফিকুল ইসলাম মহোদয়ের সার্বিক তত্ত্বাবধানে "খ "সার্কেল এর পরিদর্শক সেন্টু রঞ্জন নাথ সহ বিভাগীয় স্টাফদের সমন্বয়ে একটি রেইডিং টিম গঠন করে কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর থানাধীন আগরপুর আতকাপাড়াস্থা এলাকায় অভিযান পরিচালনা করে আনুমানিক ১৩ঃ০০ ঘটিকায় আসামী ১.মোঃ রকিব (৩১)পিতা মৃতঃ উনো সরকার মাতাঃ মোছা.পারুল বেগম , গ্রামঃ পওন ফুলবাড়ী, থানাঃ বিজয়নগর , জেলাঃ ব্রাক্ষণবাড়ীয়া। ২.মোঃ কাজল মিয়া (৩৩) পিতা নোয়াজ আলী,মাতা আরজুদা বেগম, গ্রামঃ পওন ফুলবাড়ীয়া,থানাঃ বিজয়নগর, জেলাঃ ব্রাক্ষণবাড়ীয়াকে একটি জিপারযুক্ত কাপড়ের ব্যাগের ভিতর ০৯ (নয়) কেজি গাঁজা সহ গ্রেফতার করা হয়। আসামিদের বিরুদ্ধে কুলিয়ারচর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়। মাদকবিরোধী অভিযান অব্যাহত আছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস